শীতের সময় ত্বক শুষ্ক হয়ে যাওয়াসহ একাধিক সমস্যা দেখা যায়। চুলে খুসকি হয়। চুল পড়ার পরিমাণও বেড়ে যায়। তাই ত্বক ও চুলের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে চুল ও ত্বক ভালো রাখতে দারুণ কাজ দেয় অলিভ অয়েল। এটি ত্বক আর্দ্র রাখে। তাই খসখসে বা জ্বালা ভাব কমে যায়। চুল পড়ার সম্ভাবনাও কমে যায়।
NICE OLIVE OIL
weight : 250 ml.
Product of Spain
MRP : 410/=
hotline: 01400977880
শেভিং ক্রিমের মতো ব্যবহার - মুখে নয়, তবে শরীরের ক্ষেত্রে শেভিং ক্রিমের মতে ব্যবহার করা যেতে পারে অলিভ অয়েল। এটি ত্বক আর্দ্র রাখার পাশাপাশি ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখে। এর পাশাপাশি ত্বক কেটে যাওয়া, খসখসে হয়ে যাওয়া, জ্বালা-জ্বালা ভাবেরও কোনও সম্ভাবনা থাকে না।
www.facebook.com/nicecosmetics
hotline: 01400977880
হেমন্তের এ সময় ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয়। দিনে গরম, রাতে হালকা ঠাণ্ডা বাতাসে শুষ্কতা থাকে বলে ত্বকের আর্দ্রতা বেশিক্ষণ থাকে না। ত্বকে দেখা দেয় নানা সমস্যা। বিশেষ করে শিশুদের কোমল ত্বক সুরক্ষায় এই সময় আলাদা যত্ন নিতে হবে।
শিশুদের ত্বক বেশ স্পর্শকাতর হয় বলে তাদের ত্বকে সাধারণ তেলের পরিবর্তে অলিভ অয়েল ব্যবহার করলে ভালো ফল দেয়।
কেন দেবেন?
বাড়তি যত্ন না নিলে এই বয়সী শিশুদের ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। শিশুর গলায়, হাত ও পায়ের ভাঁজে নিয়মিত অলিভ অয়েল মাখলে ভালো ফল দেয়। এই ঋতুতে অনেক শিশুর ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে নিয়মিত অলিভ অয়েল ব্যবহার।
www.facebook.com/nicecosmetics
hotline: 01400977880
.png)

.png)

No comments:
Post a Comment